
তুমি নির্বাসনে গেছো, এ তোমার স্বেচ্ছা নির্বাসন।
কথার কোলাহল থেকে নির্বাসন, নিরন্তর গতি থেকে নির্বাসন
নীরোগ হওয়ার নির্বাসন, প্রিয় জন কে ভাল রাখার নির্বাসন
তুমি নির্বাসনে গেছো, এ তোমার স্বেচ্ছা নির্বাসন।
তোমার অন্তরে লুকিয়ে থাকা গোপন যত ব্যাথা,
তাদের সাথে হবে আজ নতুন কিছু কথা।
জরা জীর্ণের উর্ধে উঠে জ্বলবে যেদিন আলো
নতুন সূর্যের ছটায় হারিয়ে যাবে আঁধার রাতের কালো।
তোমার ঘরের বাইরে ঘুরে বেড়ায় তোমার ছোট মেয়ে
বন্ধ দরজার পিছনে তোমার উপস্থিতি খোঁজে চেয়ে চেয়ে
তোমার ঘরের জানলা দিয়ে দেখা যায় যে মাধবী লতা
হওয়ার টানে বয়ে আনে রোজ মধুর ফুলের মাদকতা
আজ সেই সুবাসে তোমার প্রাণে জাগে না কোনো আশ
গন্ধে তোমার ঘর ভরে যায়, চোখের জলে ঝাপসা চারিপাশ।
রাত জাগা এক পাখির ডাকে তুমি কবিতা লেখো
একা ঘরের বিছানায় তুমি স্বপ্ন ভোরের ছবি আঁকো
তুমি বেরিয়ে পরার স্বপ্ন দেখো, লক্ষ জনের ভিড়ের মাঝে
তুমি জড়িয়ে ধরার স্বপ্ন দেখো, সকাল বিকেল নতুন সাজে
পাহাড় শেষের উপত্যকায়, নদী যেখানে দৌড়ে বেড়ায়
তুমি রামধেনূ রঙ মাখিয়ে গায়ে, ছুটছ যেন রণপা পায়ে।
তুমি নির্বাসনে গেছো, এ তোমার স্বেচ্ছা নির্বাসন
রণক্ষেত্রে যুদ্ধ করে ,আর দুটো দিন থাকবে ঘরে,
যেদিন তুমি দরজা খুলে ডাকবে তাকে কোলের কাছে
ছুটে এসে তোমার মেয়ে লুকিয়ে পড়বে বুকের মাঝে।
তুমি নির্বাসনে গেছো, এ তোমার স্বেচ্ছা নির্বাসন
তুমি বুক ভরে নিশ্বাস নেবে, এ খোলা of বাতাস তোমার
তুমি মানুষের পাশে গিয়ে দাঁড়াবে, এ পৃথিবী সবার
তুমি নির্বাসন থেকে ফিরেছো, সে ছিল তোমার স্বেচ্ছা নির্বাসন ।
So apt for these times and so very touching.
Bhishon sundor 💜
LikeLiked by 2 people
Thank you my dear. 🌸💖
LikeLiked by 1 person
Boddo shundor re !!
Sadness behind which hope peeps !!
LikeLiked by 1 person
Mon bhalo thakar ayojon kori roj, abar harai abar boshi natun kore… thamle je cholbe na. Thanks re Anuradha.
LikeLike